শাজু |
ভূমিকা :
সময় খুবই মূল্যবান সম্পদ । কথায় বলে- “সময় ও স্রোত
কারও জন্যে অপেক্ষা করে না ।” ফারসী ভাষায় একটি প্রবাদ আছে । وقت از دست رفته و تير از كمان جسته باز نمى أيد - অর্থাৎ- “যে তীর ধনুক থেকে নিক্ষিপ্ত হলো এবং যে সময় হাত ছাড়া হয়ে গেল, এ দুটো জিনিস কখনই স্বস্থানে ফিরে আসে না ।” যেহেতু পরীক্ষার পূর্ব মূহুর্তে হাতে সময় খুব কম, তাই সময়গুলোকে গনিমাত মনে করে প্রতিটি মূহুর্তকে সঠিকভাবে কাজে লাগাতে হবে । সেই লক্ষ্যে পরীক্ষার্থীদের জন্যে নিম্নোক্ত পরামর্শগুলো অতীব জরুরী মনে করি ।
কারও জন্যে অপেক্ষা করে না ।” ফারসী ভাষায় একটি প্রবাদ আছে । وقت از دست رفته و تير از كمان جسته باز نمى أيد - অর্থাৎ- “যে তীর ধনুক থেকে নিক্ষিপ্ত হলো এবং যে সময় হাত ছাড়া হয়ে গেল, এ দুটো জিনিস কখনই স্বস্থানে ফিরে আসে না ।” যেহেতু পরীক্ষার পূর্ব মূহুর্তে হাতে সময় খুব কম, তাই সময়গুলোকে গনিমাত মনে করে প্রতিটি মূহুর্তকে সঠিকভাবে কাজে লাগাতে হবে । সেই লক্ষ্যে পরীক্ষার্থীদের জন্যে নিম্নোক্ত পরামর্শগুলো অতীব জরুরী মনে করি ।
০১.ভাল একটি প্রশ্নপত্রের সাজেশন তৈরী করে নেওয়া অথবা বাজার
থেকে সংগ্রহ করা । নিজে তৈরী করে নিতে পারলে ভাল,
এতে আত্মবিশ্বাস দৃঢ় হয় ।
০২. প্রশ্নসাজেশন মোতাবেক নোট সংগ্রহ করন । কয়েকটি
মানসম্পন্ন বইয়ের
সহযোগিতায় নিজে নোট তৈরী করে নিতে পারলে ভাল হয় নতুবা বাজার থেকে ভাল মানের গাইড সংগ্রহ করতে হবে ।
সহযোগিতায় নিজে নোট তৈরী করে নিতে পারলে ভাল হয় নতুবা বাজার থেকে ভাল মানের গাইড সংগ্রহ করতে হবে ।
০৩. পড়ার পাশাপাশি মূখস্থ বিষয়গুলো লিখতে হবে । লেখার শেষে লিখিত বিষয়ের বানান ও ভাষাগত শুদ্ধাশুদ্ধি প্রুফ করতে হবে । এতে লিখনী প্রতিভা বিকশিত হবে ।
০৪.নোটগুলো পয়েন্টভিত্তিক করা দরকার । আর পয়েন্টগুলো ছোট্ট
একটি পকেটনোট খাতায় উঠিয়ে তা মাঠে-ঘাটে, গাড়িতে, চলতে-ফিরতে এমনকি সর্বত্রই চর্চা করা দরকার ।
০৫.লেখাপড়ার ব্যাপারে নিয়মানুবর্তিতার অনুসরণ অতীব জরুরী
মনে করি । শারীরিক ও মানসিক অবসন্নতা দূর করার জন্য প্রয়োজনীয় বিশ্রাম নেওয়া
প্রয়োজন ।
০৬. দিন-রাতের সময়গুলোকে ভাগ করে নিয়ে রুটিন মাফিক পড়াশুনা
করতে হবে ।
০৭. অন্তত: একজন পরীক্ষার্থী সহপাঠী ঠিক করে তার সাথে
প্রয়োজনীয় পাঠ্যবিষয়
পর্যালোচনা ও Test এর ব্যবস্থা করতে হবে ।
পর্যালোচনা ও Test এর ব্যবস্থা করতে হবে ।
০৮. শুধু সাজেসন নয়, সিলেবাসভূক্ত
পাঠ্যবিষয়ের সবগুলোর উপর মৌলিক ধারনা রাখতে হবে ।
No comments:
Post a Comment